নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং দেশের শীর্ষস্থানীয় কম্পোজিট টেক্সটাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্রোনি গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্বব্যাপী চাকরির বাজারে এনএসইউ স্নাতক এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এই সহযোগিতার লক্ষ্য। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ক্রোনি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন এবং বিজিএমই’র পরিচালক নীলা হোসনে আরা এনএসইউর সিন্ডিকেট হলে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এনএসইউর উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন এবং সিপিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়া বক্তব্য দেন।