দৈনিকশিক্ষাডটকম, কুমিল্লা : দাউদকান্দির ২২টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে জাইকার অর্থায়নে নির্মিত স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে দাউদকান্দি উপজেলার মোট ২২টি প্রাথমিক বিদ্যালয়কে এই প্লাস্টিক বেঞ্চ দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলাস্থ ২২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বেঞ্চ বিতরণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনস্থ দাউদকান্দির নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা বশির আলম মিয়াজী, মডেল থানার ওসি মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী আফসার হোসেন খন্দকারও বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাপানের জাইকার অর্থায়নে নির্মিত এই স্কুল বেঞ্চগুলো দাউদকান্দি উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।