প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার প্রেক্ষিতে আপিল করা হবে।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. বিধান রঞ্জন রায়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার প্রেক্ষিতে আপিল করা হবে। কারণ এই নিয়োগ প্রক্রিয়া, বিজ্ঞপ্তি, পরীক্ষা ও ফলাফল আগস্টের আগেই হয়েছে।
ডা. বিধান রঞ্জন রায় আরও বলেন, ‘আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়েছি। তারা মত দিয়েছেন আমাদের যে কোটা সংস্কারের বিষয়টা সেই প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেটি প্রথাপেক্ষভাবে কার্যকর নয়। সেটা যখন জারি হয়েছে সেটা তখন থেকে কার্যকর। সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পন্ন হয়ে গেছে, সে জন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব।’
আগামী বছর নতুন বই বিতরণ প্রসঙ্গে উপদেষ্টা এ সময় বলেন, ‘প্রাথমিকের পাঠ্যবই ছাপতে দেওয়া হয়েছে। আশা করা যায়, জানুয়ারির মধ্যেই পাঠ্যবই বিতরণ করা হবে।’