প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুল হাকিম। অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন নূর মো. শামসুজ্জামান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়নের এ তথ্য জাননো হয়।
এদিকে ড. মো. আব্দুল হাকিম পদোন্নতিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন।
এর আগে বিতর্কিত সাবেক ডিজি আব্দুস সামাদকে আন্দোলনের মুখে দুপুরে ওএসডি করা হয়। কলোনী যুগের মানসিকতা নিয়ে তিনি অধিদপ্তরে কাজ শুরু করেছিলেন। সহকর্মীদের অনেকের সঙ্গেই তিনি অমানুষের মতো আচরণ করতেন বলে অভিযোগ ছিলো।
এক পর্যায়ে অধিদপ্তরের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীরা মহাপরিচালককে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। তখন থেকেই পালিয়ে থাকেন মহাপরিচালক। বিঘ্ন ঘটে দৈনন্দিন কাজে।
গত মঙ্গলবার পর্যন্ত বিতর্কিত এই ডিজিকে অপসারণের দাবিতে ১৪তম দিনের মতো অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
ডিজিকে অপসারণ করা না হলে বুধবার থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। তবে এর মধ্যেই তাকে ওএসডি করার প্রজ্ঞাপন আসে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।