শৈশব থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। রাজনৈতিক অভিজ্ঞতাসমৃদ্ধ জ্ঞান নিয়ে উচ্চ শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনায় তার অসাধারণ সাফল্য দেশবাসীসহ বিশ্বকে বিস্মিত করেছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার হাতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হতে চলেছে। এ সফলতার মূলে রয়েছে রাজনীতিতে অভিজ্ঞতাসমৃদ্ধ উচ্চশিক্ষা। জাতিকে উন্নত বিশ্বের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রয়োজন শিক্ষিত জনগোষ্ঠীর পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ জনবল। অথচ প্রাথমিক শিক্ষায় শতভাগ শিক্ষিত অভিজ্ঞ, দক্ষ জনবল গড়ে তোলার গুরুত্ব সংশ্লিষ্টদের মাঝে তেমন দৃশ্যমান নয়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে পোষ্যকোটার গুরুত্ব অপরিসীম। শিক্ষকদের সন্তানরা তাদের দৈনন্দিন রুটিন মাফিক কাজকর্ম দেখতে দেখতে অভ্যস্থ হয়ে যায়। পিতা-মাতার নৈতিক চরিত্র, সৎ জীবন-যাপন তাদের জীবনে আদর্শ হিসেবে পরিণত হয়েছে। পিতা-মাতাকে শ্রদ্ধা ভালোবাসার পাশাপাশির শিক্ষকতা পেশার প্রতি মমতা ও শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছে। পরবর্তী সময়ে শিক্ষকতা পেশায় এসে তারা আদর্শ পেশাদার হিসেবে মানবিক গুণাবলি অর্জন করে থাকেন। শিক্ষকতা পেশায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ অতি ক্ষীণ। বর্তমান স্নাতক, মার্স্টাস ডিগ্রিধারী মেধাবীরা শিক্ষকতা পেশায় আছেন। তাদের এ পেশায় ধরে রাখার জন্য প্রয়োজন সমযোগ্যতা সম্পন্ন সরকারি কর্মচারীর সমযোগ্যতা বেতনসহ পদোন্নতির সুযোগ সৃষ্টি করা।
সহকারী শিক্ষকরা ক্রমান্বয়ে প্রধান শিক্ষকের, প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসারের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এভাবে পর্যায়ক্রমে সচিবের অভিজ্ঞতা অর্জন করে থাকেন। এভাবে প্রাথমিকে সুশিক্ষিত জনবল অভিজ্ঞতা নিয়ে কর্মক্ষেত্রে পদোন্নতি পেলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু হবে স্মার্ট বাংলাদেশ সূচনার শুভযাত্রা। প্রাথমিক শিক্ষায় স্বতন্ত্র ক্যাডার সার্ভিস থমকে আছে। দীর্ঘ দুই যুগ থেকে। এ প্রসঙ্গে প্রাথমিকের প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নীরবতা দুঃখজনক। প্রাথমিক শিক্ষায় নিজস্ব ক্যাডার সার্ভিস নেই, এ ব্যর্থতা সর্বাগ্রে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওপর বর্তায়। এ ব্যর্থতা প্রাথমিকের বিশাল জনগোষ্ঠীরও।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে উপপরিচালক পর্যন্ত ক্যাডারবিহীন। অন্য মন্ত্রণালয়ের ক্যাডারের অধীনে তৃপ্তির সঙ্গে কাজ করলেও তাদের পদোন্নতি থমকে দাঁড়ায়। এর সঙ্গে ব্যাহত হচ্ছে প্রাথমিকের শিক্ষাবান্ধব প্রশাসন। স্বাধীন দেশের শিশুশিক্ষাবান্ধব শিক্ষা গড়ে তোলার প্রয়াসে আজকে প্রতিমন্ত্রীসহ প্রাথমিকের পরিবারের সব সদস্য সর্বাগ্রে ১ দফা সুপারিশ বাস্তবায়ন করা প্রয়োজন। তা হলো সহকারী শিক্ষক পদকে এন্ট্রি ধরে সর্বোচ্চ পর্যায়ে পদোন্নতিসহ প্রাথমিকের আলাদা ক্যাডার চালু করা।লেখক: সভাপতি, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদর ও সম্পাদকীয় উপদেষ্টা, দৈনিক শিক্ষাডটকম