প্রথম ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নীলফামারীতে নয়জন প্রার্থী বহিষ্কৃত হয়েছেন। আর এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন জেলার ৫ হাজার ৮১৮ জন প্রার্থী।
শুক্রবার সকালে রংপুর বিভাগের প্রথম ধাপের পরীক্ষায় নীলফামারী জেলার বিভিন্ন কেন্দ্র্রে হতে বহিষ্কার ও অনুপস্থিতির এ তথ্য দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা এ এম শাহজাহান সিদ্দিক।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য আনুযায়ী প্রথম ধাপের পরীক্ষায় নীলফামারী জেলার ৩১টি কেন্দ্রে সব ধরনের সরকারি নির্দেশনা মেনে সকাল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় মোট ২৪ হাজার ৫৫০ জন প্রার্থী হলেও হলে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৩২ জন। নীলফামারী সদর উপজেলায় ১৫টি ও সৈয়দপুর উপজেলায় ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।