দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল দশটা থেকে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের স্কুলগুলোর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় কয়েকজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, ২ ফেব্রুয়ারি সকাল দশটায় দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জানিয়ে ও সহযোগিতা চেয়ে কেন্দ্র প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি দেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি।
এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো।
প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের লিখিত পরীক্ষা ডিভাইস জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছিলো। গত ৮ ডিসেম্বর পরীক্ষার দিনে ডিভাইস জালিয়াতির অভিযোগ ১২৪ জন গ্রেফতার হয়েছিলেন। বহু প্রার্থীর কাছে মিলেছিলো ডিভাইস। পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকা ও বরিশালের রাজপথে নেমেছিলেন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।