প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুসহ আট দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।
দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের মধ্য থেকে মেধা, যোগ্যতা যাচাই স্বাপেক্ষে বিভাগীয় উচ্চপদে শত ভাগ পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত নিয়োগদানের ব্যবস্থা করা; জাতীয়করণকৃত শিক্ষকদের গেজেট ও পরিপত্র দেশের প্রচলিত বিধিবিধানের আলোকে বেসরকারি চাকরিকালের ৫০ শতাংশ ধরে জ্যেষ্ঠতা,পদোন্নতি,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সেলিম তালুকদার, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মো. হারুন অর রশিদ, ওমর আলী তালুকদার, হামিদুল ইসলাম, জহিরুল ইসলাম সিদ্দিকি, শিহাব উদ্দিন, মতিউর রহমান জাহাঙ্গীর, সৈয়দ হাবিবুল হক, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।