প্রার্থীদের কাছ থেকে অপ্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর পরিবর্তে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে নির্ধারিত ফরম তৈরির কাজ চলছে।
আজ সোমবার পিএসসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
সোহরাব হোসাইন বলেন, বিসিএস পরীক্ষার্থীদের থেকে অনেক ধরনের অপ্রয়োজনীয় সার্টিফিকেট নেওয়া হয়ে থাকে। নাগরিকত্ব সনদের সত্যায়িত কপিকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, যেখানে জাতীয় পরিচয় পত্র রয়েছে, সেখানে কমিশনারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই এমন অনেক তথ্য জাতীয় পরিচয় পত্র থেকে পাওয়া যায়। কলে অপ্রয়োজনীয় এসব তথ্যের জন্য আলাদাভাবে কোনো কাগজ চাওয়া হবে না।
পিএসসি চেয়ারম্যান বলেন, এর পরিবর্তে পরীক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করা হবে। বিভিন্ন সময় এসব বিষয়ে গবেষণা সংস্থাসহ সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তবে নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ না থাকায় তা সরবরাহ করা সম্ভব হয় না। প্রার্থীদের এমন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে নতুন করে চাহিদা ফরম তৈরি করা হবে। কী ধরনের তথ্য চাওয়া যেতে পারে তা নির্ধারণ করে দ্রুততম সময়ে ফরম তৈরির কমিশনের পরিচালক মো. নেয়ামত উল্লাহকে নির্দেশনা দেন। শিগগিরই তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের বিষয়েও জানান তিনি।