দৈনিক শিক্ষাডটকম, বগুড়া: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে (শজিমেক) পড়ার টেবিল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ও মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় কলেজের ছাত্রাবাসের অন্তত ছয়টি কক্ষ ভাঙচুর করা হয়। যেখানে, মেডিক্যালের কংকাল, হাড়, ল্যাপটপ, ফ্রিজ সহ অন্যন্য দামী আসবাবপত্র ভাঙা হয়।
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মূলত নতুন বর্ষের শিক্ষার্থীদের রাজনীতিতে টানাসহ ক্যাম্পাসে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। একই সাথে, রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা বাদ সহ নানা দাবী জানানো হয়।
বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অর্ঘ্য রায় জানায়, মিথ্যা ও বানোয়াট একটা ঘটনা তৈরি করে ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে এক পক্ষ।
এদিকে সহকারী হোস্টেল সুপার জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।