পড়ে থাকা গাড়ি থেকে চালকের লাশ উদ্ধার, বন্ধুর স্ত্রী আটক

পাবনা প্রতিনিধি |

নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) লাশ মিলেছে।

ঈশ্বরদীর মধ্য অরনকোলা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সম্রাট রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। 

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা-কুষ্টিয়ার সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকায় একটি প্রাডো গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু আব্দুল মমিনের স্ত্রী সীমা খাতুনকে (৩০) আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান জানিয়েছেন।

জিয়াউর রহমান বলেন, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে সম্রাট সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। 

তিনি আরও বলেন, ‘আজ সকালে শিলাইদহ ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাডো জিপের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়িটির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনেরা মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।’

এর আগে বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ ঈশ্বরদীর বাঁশেরবাদা এলাকার বাসিন্দা ও সম্রাটের বন্ধু আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মমিন পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী সীমা খাতুনকে। 

শিলাইদহ ঘাট এলাকার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গাড়িটির অদূরে কলাবাগানে কাজ করার সময় এক চাষি চাবি পড়ে থাকতে দেখে আমার কাছে এগিয়ে আসেন। চাবিটি দাঁড়িয়ে থাকা গাড়িটির হবে এমন ভেবে স্থানীয়দের সঙ্গে করে দরজা খুলতে গিয়ে দেখি দরজা আনলক ছিল। দরজা খুলেই জুতাসহ পা দেখতে পেয়ে দরজা বন্ধ করে পুলিশে খবর দিই।’ 

গাড়ির মালিক আনিসুর রহমান বলেন, ‘আমার কয়েকটি গাড়ি রূপপুর প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে ভাড়া দেওয়া রয়েছে। তিন বছর ধরে সম্রাট এই গাড়িটি চালাচ্ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ফোনে না পেয়ে তাঁর খোঁজখবর শুরু করি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি গাড়িটি শিলাইদহ ঘাট এলাকায় দাঁড় করানো আছে। পরে গিয়ে জানতে পারি গাড়িতেই সম্রাটের লাশ রয়েছে।’ 

সম্রাটের বাবা আবু বক্কার বলেন, ‘কৌশলে ডেকে টাকা হাতিয়ে নিয়ে মমিন ও তাঁর স্ত্রী সীমা আমার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সম্রাটের পরিবার ও গাড়ির মালিকের তথ্যের ভিত্তিতে বাঁশেরবাদা এলাকায় মমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মমিনের স্ত্রী সীমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পলাতক মমিনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কুষ্টিয়ায় কুমারখালি থানা-পুলিশ এ নিয়ে আইনগত ব্যবস্থা নেবে।’


পাঠকের মন্তব্য দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002964973449707