মশামুক্ত ক্যাম্পাস গড়তে একটি ফগার মেশিন কিনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্প্রে করার মধ্য দিয়ে এ ফগার মেশিনটির উদ্বোধন করেন।
এস্টেট শাখার সূত্র মতে, ৫৯ হাজার ৫০০ টাকা খরচে এই ফগার মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজন সাপেক্ষে আরো ফগার মেশিন কেনা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যাতে আমাদের ক্যাম্পাস মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সু্স্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য আজকের এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের নিজস্ব তহবিল থেকে কিনা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমাদের আগে সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করতে হতো। এখন আর সিটি কর্পোরেশনের দরকার পড়বে না। আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হল মশামুক্ত রাখা। মশা মারাত্মক রোগ বহন করে। মশাবাহিত রোগ যেনো ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে না পারে এবং আমরা যাতে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি সেজন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এ ফগার মেশিন কেনা হয়েছে।