অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ফরম পূরণে অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ফরম পূরণের টাকা কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান এবং অধ্যক্ষের কাছে ফরম পূরণের ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষাথীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে ৬ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি ২ হাজার ২৫০ টাকা আগেই পরিশোধ করা হয়েছে। কিন্তু সেই টাকাও ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে আমাদের দুটি বছর নষ্ট হয়েছে। এখন আমাদের মাস্টার্সে থাকার কথা। আমরা প্রতি বছর কলেজের সেশন ফি পরিশোধ করে আসছি। কিন্তু অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে আমাদের কাছে অতিরিক্ত ফি নিচ্ছে কলেজ প্রশাসন। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছি। অধ্যক্ষকে দাবির বিষয়টি জানিয়েছে। ফি কমানো না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।