২০২২-২৩ শিক্ষাবর্ষে ফাযিলে (অনার্স) ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে।
বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেহিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তির তথ্য অনুযায়ী, নিশ্চয়ন স্লিপ, দাখিল/সমমান এবং আলিম/সমমান পরীক্ষার মূল সনদপত্র/নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি ও আবেদন ফরম ফি বাবদ ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা আবেদনকৃত মাদ্রাসা জমা দিতে হবে ১৪ আগস্টের মধ্যে।
মাদ্রাসা কর্তৃক আবেদনকারীর ফরম গ্রহণ ও যাচাই-বাছাইপূর্বক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission. iau.edu.bd এর মাদ্রাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করার শেষ তারিখ ১৬ আগস্ট। মাদ্রাসা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে পেমেন্ট স্লিপ ডাউনলোডপূর্বক বিশ্ববিদ্যালয়ের একাউন্টে আবেদন ফরমের টাকার নির্ধারিত অংশ জমা দিতে হবে ১৭ থেকে ২২ আগস্টের মধ্যে।
১ম মেধা তালিকা প্রকাশ করা হবে ২৭। ১ম মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে ২৮ আগস্ট থেকে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১ম মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য admission.iau.edu.bd এর মাদ্রাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট দেয়ার শেষ তারিখ ৩ সেপ্টেম্বর। আবেদন ফি' ও চূড়ান্ত ভর্তি ফি' বাবদ আদায়কৃত অর্থের নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয়ের একাউন্টে জমা প্রদানের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।