দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশসহ আন্তর্জাতিক স্তরে যে সকল ব্যক্তি অধ্যাপনার সাথে যুক্ত, তাদের জন্য অসাধারণ সুযোগ এনে দিলো নোকিয়া ফাউন্ডেশন৷ নির্বাচিত অধ্যাপকরা দু’মাসের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যাপনা করার সুযোগ পাবেন৷
নোকিয়া ফাউন্ডেশন যে সুযোগলো দেবে সেগুলো হলো- যাতায়াতের জন্য বিমান ভাড়া, ফিনল্যান্ডে থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং ফিনল্যান্ডের সংস্কৃতিকে বোঝার সুযোগ দেয়া৷ তবে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে নিজের দেশে অধ্যাপনার বিষয়ে স্পষ্ট ধারণা৷ আবেদন করার জন্য Nokia Visition Professor 2024 এ গিয়ে ক্লিক করার পর একটি নিজের আইডি তৈরি করতে হবে৷ তারপরই আবেদন করা যাবে৷ আবেদন করার শেষ তারিখ চলতি বছরের ২৪ মে। বিস্তারিত জানুন Nokia Visiting Professor 2024