ফিলিস্তিনিদের সমর্থনে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও চলমান গণহত্যার স্বীকৃতি প্রদানসহ ফিলিস্তিনের সমর্থনে ছয় দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৬ মে) স্থানীয় সময় বিকেলে ‘দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা’ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে ৩৫-৪০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

৬ দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলের গাজা অবরোধ তুলে নেওয়া ও ইসরায়েলের নিন্দা জানিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যাকে স্বীকৃতি জানানো, ফিলিস্তিনের দখলদারিত্বের সঙ্গে জড়িত ও সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকার ও কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার ও চুক্তি বাতিল করা, এসব প্রতিষ্ঠানের সঙ্গে এযাবৎ করা বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা প্রদান, ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকারের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বন্ধ করে তাদের বয়কটের প্রতিশ্রুতি প্রদান এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের দুর্দশাকে স্বীকৃতি প্রদান।

এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও জোরদার হতে থাকে এবং ক্যাম্পাসে ও বিভিন্ন জায়গা থেকে শত শত শিক্ষার্থী এ আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেন। রাতেও শিক্ষার্থীরা ক্যাম্পাসের অস্থায়ী ক্যাম্পে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান অব্যাহত রেখেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0073089599609375