দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিচারের দাবি জানিয়েছে ফিলিস্তিন সংহতি কমিটির যশোর শাখা।
সংগঠনটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহের সামনে সংহতি সমাবেশ পালন করা হয়।
সেখানে সংগঠনটি এ দাবি জানায়। এ ছাড়াও গণহত্যা সংগঠনের অপরাধে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।
ফিলিস্তিন সংহতি কমিটি যশোর শাখার আহ্বায়ক প্রফেসর ইসরারুল হকের সভাপতিত্বে এ সমাবেশে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন ইকবাল কবির জাহিদ, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, শিল্পকলা একাডেমির সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, তসলিম উর রহমান, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু, আমিনুর রহমান হিরু, অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, বেনজীন খান প্রমুখ।
অপরদিকে সকালে পৃথকভাবে একই কর্মসূচি পালিত হয় জেলার শংকরপুর ঈদগাহের সামনে।
এ কর্মসূচিতেও হাজারো মানুষ অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সমাবেশে বক্তব্য দেন ফিলিস্তিন সংহতি কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু ও শংকরপুর ঈদগাহের ইমাম মাওলানা জুবায়ের।
দুই সমাবেশ থেকেই মুক্ত-স্বাধীন ফিলিস্তিনের দাবি উচ্চারিত হয়। গণহত্যাকারী হিসেবে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।