ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে ফুটওভার ব্রিজ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মুক্তিযোদ্ধা কলেজ ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী শনিবার সকালে ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কে একটি ফুট ওভারব্রিজ ও নিরাপদ সড়কের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে,  উই ওয়ান্ট জাস্টিস, ফুটওবার ব্রিজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই/ নিরাপদ সড়ক চাই শ্লোগান দেয়।  এসময় মহাসড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। পরে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে বলেন, এ দাবি যৌক্তিক, আমরা অনতিবিলম্বে জেলার মাসিক সভায় প্রস্তাবটি উত্থাপন করে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেয়া হবে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ ও ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় আমাদের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সানজিদা আফরিনসহ শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ উপস্থিত ছিল। পরে শিক্ষার্থীদের আলোচনা করে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0051717758178711