নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন।
নিহত জাহাঙ্গীর হোসাইন (২৩) মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের বড় ভাই সুমন মিয়া জানান, গত ২৮ মে বিকালে উরুলিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে উরুলিয়া এবং মির্জাপুর গ্রামবাসীর বাকবিতণ্ডা হয় ও বিরোধ সৃষ্টি হয়।
গত ১১ জুন জাহাঙ্গীর তার বন্ধু শাহিন মিয়াকে (২১) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা চালাকচর বাজার এলাকায় পৌঁছালে মির্জাপুর গ্রামের কিছু লোক তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
পরে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে স্বজনরা রাজধানীর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর শুক্রবার রাত ৯টায় জাহাঙ্গীরের মৃত্যু হয় বলে জানান সুমন মিয়া।
ওসি ফরিদ বলেন, এই হামলার ঘটনার পরদিন পাঁচ জনের নাম উল্লেখসহ চার-পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছিলেন সুমন মিয়া। এখন একজন মারা যাওয়ায় এটি হত্যা মামলা হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে।
ওসি জানান, এর মধ্যে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শনিবার সকালে জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।