ফুল দেয়া নিয়ে উপাচার্যের সামনেই কুবি ছাত্রলীগের দুই গ্রুপের হট্টগোল

কুবি প্রতিনিধি |

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু ভাস্কর্যে গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সামনেই এই ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করতে আসে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা। এসময় সদ্য সাবেক সভাপতি ইলিয়াসের অনুসারী বিভিন্ন হলের নেতাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ছাত্রলীগের আরেকটি পক্ষ সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করতে যান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন জানান সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. সায়েম। এসময় দুই পক্ষের মাঝে তর্ক বেধে যায়।

ইলিয়াসের অনুসারীরা রেজা-স্বজনের গ্রুপের দিকে তেড়ে গেলে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। উপাচার্য বলেন, আমি চাই না ছাত্রলীগের কারণে স্বাধীনতা দিবসের এই প্রোগ্রাম নষ্ট হোক। তোমাদের মাঝে যে ঝামেলা করবে আমি তাকেই বহিষ্কার করবো।

এ ঘটনায় ইলিয়াসের অনুসারী কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান পলাশ অন্য গ্রুপের নেতাকর্মীদের 'হাত-পা' কেটে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠে।

তবে বিষয়টা অস্বীকার করে নাজমুল হাসান পলাশ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এসব মিথ্যা-বানোয়াট। কেউ প্রমাণ দিতে পারলে আমি স্বীকার করে নেবো।

সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো. সায়েম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সবসময় সুষ্ঠু থাকুক, শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। আমরা ফুল দেয়া শেষে যখন নামছিলাম তখন স্বজন বরণ বিশ্বাস ভাই অকথ্য ভাষায় আমাকে ধমক দিয়ে কথা বললো। আমি বলেছি, নামার তো সময় দেবেন আপনি। এর মধ্যে সে শাউটিং শুরু করে দিয়েছে, তারপর আমাদের পোলাপান একটু চিল্লাচিল্লি করছে এতটুকুই।

এই বিষয়ে জানতে চাইলে ইলিয়াসের অনুসারী সদ্য বিলুপ্ত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পাঁচ থেকে সাত বছর রাজনীতি করেছি। আমরা শাখা ছাত্রলীগের হয়ে ফুল দিচ্ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র বর্তমানে ইভেনিং কোর্সে ভর্তি হয়েছে সে আমাদের নেমে যাওয়ার জন্য থ্রেট দিচ্ছিলো। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীরা আবার ইভেনিংয়ের শিক্ষার্থীদের শাখা ছাত্রলীগের সঙ্গে কাজ করার কোনো এখতিয়ার নেই। আমাদের থ্রেট দেয়ার কারণে আমরা শুধু তাদের প্রতিহত করার চেষ্টা করেছি। আর রানিং শিক্ষার্থীরা যদি ফুল দিতে যায় তাহলে তারা ফুল দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তারা (ইলিয়াসের অনুসারী) শ্রদ্ধা জানানোর পর আমরা শ্রদ্ধা জানাতে গেলে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। অথচ আমরা সম্পূর্ণ নমনীয়তা বজায় রেখেছি। কারা বিশৃঙ্খলা করেছে এটা ভিডিও আছে সবার কাছেই। 

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী রেজা-ই-এলাহী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা ফুল দিতে গিয়েছিলাম তখন সাবেক সভাপতি ইলিয়াস ভাইয়ের মদদপুষ্ট একটি পক্ষ আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করার চেষ্টা। তবে বিশৃঙ্খলা এড়িয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি।

দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্ল্যাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দুই পক্ষ কমিটিতে আসতে চায়, স্বাভাবিকভাবেই কার ওপরে কে ডমিন্যান্ট করবে তা নিয়ে সমস্যা হচ্ছে। তবে এ ধরনের একটা প্রোগ্রামে তাদের বিভাজনের মাধ্যমে এমন ঘটনা না হলে ভাল হতো।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0041978359222412