ফের নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

দৈনিকশিক্ষা ডেস্ক |

নেপালে প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রচণ্ড নামে পরিচিত সাবেক মাওবাদী গেরিলা পুষ্প কমল দাহাল। হিন্দু রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্বদানকারী এই নেতা রবিবার তৃতীয়বারের মতো দেশটিতে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। প্রধান বিরোধী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে তিনি সরকার গঠন করবেন।

এর কয়েক ঘণ্টা আগেই নেপালি কংগ্রেস পার্টির দেউবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে ৬৮ বছর বয়সী প্রচণ্ড বিস্ময়করভাবে পদত্যাগ করেন।

দেউবা প্রধানমন্ত্রীর পদে প্রচণ্ডকে সমর্থন না দেওয়ায় তিনি পদত্যাগ করেন। আরো কয়েক বছর ধরে পুরনো জোট অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে দেউবা এবং প্রচণ্ড দুজনই গত মাসের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন।  

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী কমিউনিস্ট দল ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টি এবং আরো কিছু ছোট দলের সমর্থনে পাঁচ বছর মেয়াদের মধ্যে প্রথম আড়াই বছর সরকারের নেতৃত্ব দেবেন প্রচণ্ড।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেপালি কংগ্রেস পার্টির শের বাহাদুর দেউবার স্থলাভিষিক্ত হওয়া প্রচণ্ড ২০২৫ সালে পদত্যাগ করবেন। এরপর ইউএমএলের একজন নেতা কার্যভার গ্রহণ করবেন।

প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর সহযোগী টিকা ঢকাল প্রচণ্ডের নিয়োগ সম্পর্কে বলেছেন, ‘তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সমর্থনে সংসদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ’

নতুন জোটের বৈঠকের পর প্রচণ্ডের মাওবাদী কেন্দ্র পার্টির সাধারণ সম্পাদক দেব গুরুং জানিয়েছেন, আপাতত এটিই বোঝাপোড়া হয়েছে। গুরুত্বপূর্ণ অন্যান্য পদ ও মন্ত্রণালয় বণ্টনের বাকি কাজ এখনো করা হয়নি। 

নেপালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ২৭৫টি আসনের মধ্যে প্রচণ্ডের মাওবাদী কেন্দ্র দল ৩২টি আসন জিতেছে। ইউএমএল সমর্থন পেয়েছে ৭৮টি আসনে। ১৩৮টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজনীয় আসন বাকি ছোট দলগুলো পূরণ করবে। অন্যদিকে নেপালি কংগ্রেস পার্টি ৮৯টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, অংশীদারে অনেকগুলো জোট থাকায় দেশকে স্থিতিশীলতা দেওয়া প্রচণ্ডের জন্য বেশ কষ্টসাধ্য হবে। এ ছাড়া তিনি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলেও সতর্ক করেছেন তারা।

২০০৮ সাল নেপালের ২৯৩ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে দেশটি এখন পর্যন্ত ১০টি সরকারের পরিবর্তন দেখেছে।

সূত্র : রয়টার্স


পাঠকের মন্তব্য দেখুন
আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি - dainik shiksha আগের নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক নিয়োগের দাবি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ - dainik shiksha শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাক্ষাৎ মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার - dainik shiksha মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা - dainik shiksha শিক্ষা প্রশাসনে বদলি আতঙ্কে নাহিদ-দীপু সিন্ডিকেটের ৯২ কর্মকর্তা দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন - dainik shiksha অগ্রসর সমাজ তৈরির লক্ষ্যই বাষট্টির শিক্ষা আন্দোলন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0052089691162109