আমাদের বার্তা, ঢাবি: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে ৩৫ প্রত্যাশীরা।
শুক্রবার (৩১ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনের পর শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় মানববন্ধন থেকে ৮ জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ করার ঘোষণা দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ওই দিন ছাত্র সমাবেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবির যৌক্তিকতা ও বাস্তবতা তুলে ধরবেন তারা।
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত-এ বিক্ষোভ মিছিলে সংগঠনটির আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ বলেন, গড় আয়ুর সঙ্গে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির একটি সামঞ্জস্যতা রয়েছে। ১৯৯১ খ্রিষ্টাব্দে মানুষের গড় আয়ু যখন ৫৭ বছর তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বৃদ্ধি করে ৩০ করা হয়।
এর পরে দীর্ঘ প্রায় ৩৩ বছরেরও বেশি সময় পার হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের বয়সসীমা ৭৪ এরও বেশি। কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই।
তিনি আরো বলেন, চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করলে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে রাষ্ট্রও সমানভাবে উপকৃত হবে। আমরা বারবার সরকারকে বলে এসেছি আপনারা একটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করুন। যেসব দেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বা তারও বেশি সে সব দেশে বেকারত্বের হার কম। এসব দেশের শিক্ষার্থীরা নিজ দেশে চাকরির পাশাপাশি আন্তর্জাতিক চাকরির বাজারেও প্রবেশ করতে পারছে।