চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষার্থী ফেল করেছেন তারা হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা অকৃতকার্য হয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরো ক্ষতি করে। বরং আগামীতে যেনো ভালো ফল করা যায় সে বিষয়ে চেষ্টা করতে হবে।
শুক্রবার সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা ফেল করেছো তোমাদের মন খারাপ করার কিছু নেই। একটু ভলো করে পড়ালেখা করলে আগামীতে ভালো করবে। তিনি অভিভাবকদের বলেন, সন্তানকে অন্যের সঙ্গে তুলনা না করার কিছু নেই। সবার মেধা একরকম হয়না।
এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য বা পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের থেকে কম সংখ্যক ছাত্র অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসএসসিতে ছেলেদের সংখ্যা কেনো কমে যাচ্ছে সে প্রশ্ন রেখে সরকার প্রধান বলেছেন, কেনো ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে তা খতিয়ে দেখা দরকার। শিক্ষা প্রশাসনকে এ বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।