ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য দ্য এমিলি বাউটমি শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে তিন বছরমেয়াদি স্নাতক পর্যায়ে এটি একটি ফুল ফ্রি স্কলারশিপ। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশিরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আর্থিক সুবিধা : এমিলি বাউটমি শিক্ষাবৃত্তি পেলে বিদেশি শিক্ষার্থীরা সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে আবাসন ব্যবস্থা ও খেলাধুলার সুযোগ পাবেন। এ ছাড়া স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া হবে।
যোগ্যতা
- প্রার্থীদের অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে।
- প্রথমবার আবেদনকারী হতে হবে।
- স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে।
- দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
আগ্রহীদের সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েসাইটের লিংক থেকে দ্য এমিলি বাউটমি স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সেখানে দেওয়া একটি ভিডিও টিউটোরিয়ালে আবেদন পদ্ধতি দেওয়া হবে। সেটা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।