শ্রেণিকক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ছয় কিশোরকে দোষী সাব্যস্ত করেছে ফ্রান্সের একটি আদালত। শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে শুক্রবার (০৮ ডিসেম্বর) ছয় কিশোরকে দোষী সাব্যস্ত করা হয়। রয়টার্স জানিয়েছে, এক কিশোরী তার বাবা-মাকে বলেছিল তাদের শিক্ষক ব্যঙ্গচিত্র দেখানোর আগে মুসলিম ছাত্রদের শ্রেণিকক্ষের বাইরে যেতে বলেছিল। কিন্তু সে তখন ক্লাসে উপস্থিতি ছিল না। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া বাকিদের অপরাধমূলক ষড়যন্ত্রে অংশ নেওয়া এবং সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
২০২০ খ্রিষ্টাব্দে প্যারিসে ইতিহাসের নিহত শিক্ষক প্যাটিকে তার স্কুলের বাইরে শিরচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে ১৮ বছর বয়সী সন্দেহভাজনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় পুলিশ। পরে পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।