দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) নতুন প্রোভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার কমডোর মো. মইনুল হাসনাইন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর ধারা ১৪ (১) অনুযায়ী এয়ার কমডোর মো. মইনুল হাসনাইন বিইউপিকে চার শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়েগের শর্তগুলোর মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা শেষে এই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি বিধি মোতাবেক তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগসুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে প্রো-ভাইস চ্যান্সেলরের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।