মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান মেলায় প্রথম হয়েছে রাজধানীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা। ওই মাদরাসার শিক্ষার্থীদের প্রকল্প এয়ার ডিফেন্স সিস্টেম, ফেস রিকগনিশন অ্যান্ড অটোমেটিক এটেনডেড সিস্টেম প্রকল্প বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজধানীর উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার ফায়ারবোট। তৃতীয় স্থানে আছেন ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। এ মাদরাসার শিক্ষার্থীদের স্মার্ট সিটি, স্মার্ট কান্ট্রি প্রজেক্টটি মেলায় তৃতীয় স্থান অর্জন করে।
মাদরাসার শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা’ আয়োজন করেছিলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার সকাল থেকে দিনব্যাপী এ মেলা রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ায় অনুষ্ঠিত হয়। বিকেলে বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, বিজ্ঞান মেলায় চতুর্থ স্থান অর্জন করেছে ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার ইলেক্ট্রিক ফর্ম প্লাস্টিক ওয়েস্টেজ এন্ড কার্বন ডাই অক্সাইড। পঞ্চম স্থান অর্জন করেছে টাঙ্গাইল সদরের দারুল উলুম কামিল মাদরাসা। ষষ্ঠ স্থান অর্জন করেছে ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ী ফাযিল মাদরাসার মিনি এফএম ট্রান্সমিটার।
সপ্তম স্থান অর্জন করেছে খুলনা সদর উপজেলার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার স্মার্ট ফায়ার এক্টিংগুইসার। অষ্টম স্থান অর্জন করেছে ঝালকাঠি সদরের এন এস কামিল মাদরাসার স্মার্ট ভিলেজ। নবম স্থান অর্জন করেছে রংপুর সদরের ধাপ সাতগড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসার পরিকল্পিত নগর। দশম স্থান অর্জন করেছে ঢাকার মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ওয়েস্ট ম্যানেজন্টে অ্যান্ড রিসাইকেলিং টেকনিক্স।
অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
বঙ্গবন্ধু বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করেন। বিকেল চার পর্যন্ত চলা মেলা উপভোগ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।