বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ (অনারিজ কজা)’ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য বিশেষ সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আগামী মার্চ মাসে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদসহ বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউটের ডিন ও পরিচালকরা।
সভার সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, বিশেষ সমাবর্তনের দিন ও তারিখ ঠিক হয়েছে আগামী মার্চ মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে বিশেষ সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের পদোন্নতির নীতিমালার বিষয়টি কিছু কিছু সংশোধন সাপেক্ষে শিক্ষকদের সুপারিশ অনুযায়ী গৃহীত হয়েছে। এটার জন্যও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।