বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে অবহেলার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রশাসনে বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, কলেজ প্রশাসন বঙ্গবন্ধুর জন্মদিন পালন না করে জাতীয় প্রোগ্রাম পালনে অবহেলা করেছে। আমাদের দাবি কলেজ প্রশাসনের আয়োজনে জাতীয় সব প্রোগ্রাম আয়োজন করতে হবে। কলেজে বাসের সংকট তাড়াতাড়ি সমাধান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই ক্লাস বর্জন করে আন্দোলন করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরুক খান, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান কবির পরশ, ছাত্র সংসদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এসহাক মিয়া, সাবেক সহ সম্পাদক জুয়েল হিমুসহ অনেকে।