দৈনিক শিক্ষাডটকম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
রোববার উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পে সেবা দেয়া শুরু হয়। এবার মোট পাঁচটি বুথে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন রোগীদের।
বাচ্চার জন্য চিকিৎসা নিতে আসা মোছা. আকলিমা বেগম বলেন, বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবো শুনে নিয়ে আসলাম। ডাক্তার দেখেছেন এবং প্রেসক্রিপশনও দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. শাহীন মিয়া বলেন, শহরে গিয়ে অভিজ্ঞ ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা আজকে ক্যাম্পাসে বিনামূল্যে এই সেবা পাচ্ছি এবং এখানে সেবার মানও ভালো।
চিকিৎসা সেবা দিতে আসা মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, উপাচার্যের আমন্ত্রণে আমরা এসেছি, আমরা এখানে দিনব্যাপী রোগী দেখবো। আমরা মনে করেছিলাম রোগী হয়তো তেমন আসবে না। তবে এখানে এসে দেখি রোগীর সংখ্যা সন্তোষজনক।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা গতবছর ১৭ মার্চ এই আয়োজন করেছিলাম এবারো করেছি। বঙ্গবন্ধু সারা জীবন শোষিত নিপিড়ীত মানুষের জন্য কাজ করেছেন। তার জন্মদিনে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার চেষ্টা করেছি।