দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : অগ্নিঝরা মার্চ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার বাউবি’র গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের সূচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
তাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো অধ্যাপক ড. মমতাজউদ্দিন পাটোয়ারী।
সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও ইতিহাস আরো প্রসারিত ও সমৃদ্ধ হলো। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাসকে বিকৃত নয় বরং ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে রাজনীতি করা উচিত।
সেমিনারের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, প্রকৃত ইতিহাস কখনোই পাল্টানো যায় না। ড. পাটোয়ারীর কর্মপ্রয়াস আমাদের প্রজ্জ্বলিত করেছে। আমি মনে করি তার এই গবেষণা গ্রন্থ ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অন্যতম সহায়ক হবে।