বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ খ্রিষ্টাব্দ এর শিঃ মঃ স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০২.২০১ ৬.০৬ তারিখ ১০ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ ,মাউশি স্মাক্ষ নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.৪০১.২০২১- ১১৪ তারিখ ২১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ মোতাবেক ক্রমিক নং-১ অনুযায়ি বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়া হবে। এমপিও/নন এমপিও-সরকার অনুমোদিত নবসৃষ্টপদ, প্রয়োজনীয় যোগ্যতা-বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান। এইচ.এস.সি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ১ টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না । বেতন গ্রেড ও স্কেল-গ্রেড-১৬৯৩০০- ২২৪৯০ টাকা। ক্রমিক নং- ২ অনুযায়ি ১ জন অফিস সহায়ক, ১ জন পরিচ্ছন্নতা কর্মী, ১ জন আয়া নিয়োগ দেওয়া হবে। এমপিও/নন এমপিও-সরকার অনুমোদিত নবসৃষ্টপদ, প্রয়োজনীয় যোগ্যতা-জে.এস.সি/ জে.ডি.সি/সমমান, বেতন গ্রেড ও স্কেল- গ্রেড-২০৮২৫০-২০০১০ টাকা। ক্রমিক নং- ৩ অনুযায়ি ১ জন নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা-জে.এস.সি/ জে.ডি.সি/ সমমান, এমপিও/ নন এমপিও-এম.পি.ও, বেতন গ্রেড ও স্কেল গ্রেড-২০৮২৫০-২০০১০ টাকা । সকল পদের বয়স অনুর্ধ্ব ৩৫ বছর ।
প্রধান শিক্ষক বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ 'প্রধান শিক্ষক, বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়' শিরোনামে অগ্রণী ব্যাংক চালনা বাজার শাখা হিসাব নং- ০২০০০০৮৭৪৪১৬১ এর অনুকূলে ১০০০ টাকা জমা রশিদসহ বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
পূর্বে আবেদনকারীদের আবেদন প্রয়োজন নেই। শর্তাবলিসহ বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (batbuniaschool.edu.bd) ভিজিট করন।
যোগাযোগ: প্রধান শিক্ষক, বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা: দাকোপ, জেলা: খুলনা।