ছাত্রলীগের ছাত্রসমাবেশ শেষে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম লাকি ইসলাম ওহী।
গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয় এবং কেনো তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়।
আরও পড়ুন: বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ওই ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের ডেকে ঘটনার বিস্তারিত শুনেছেন। আমরা ঘটনার পুরোটা বলেছি। এখন তারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট।
প্রসঙ্গত, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তারের অনুসারীদের সঙ্গে শাখা সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আটজন আহত হবলে জানিয়েছিলেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।