অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো, ঠিক একইভাবে আমরা দেশের সব সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, যাতে একত্রে এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, আমরা সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা হচ্ছে, কীভাবে আরো দক্ষতার সঙ্গে বেশি মানুষকে উদ্ধার করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।