শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, দেশের যেসব অঞ্চল বন্যাকবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে।
বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।
এ বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় কেন্দ্রে বেড়েছে ৬৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৮টি।
গত ২ জুন পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শেষ হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং বিজি প্রেসে ছাপানোর কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিজি প্রেসে কেন্দ্রওয়ারি প্রশ্নপত্র বণ্টন, ট্রাংকজাতকরণ, যাচাইকরণ শেষে প্রশ্নপত্রের ট্রাংক জেলা প্রশাসকদের প্রতিনিধির কাছে আটটি শিক্ষা বোর্ডে বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটি শিক্ষা বোর্ডের কাজ চলমান রয়েছে, যোগ করেন তিনি।