বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ বা বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২০৫ জন। ববি উপকেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২ দশমিক ০৩ শতাংশ।
শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে আটটি বিভাগীয় শহরে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম দৈনিক শিক্ষাডটকমকে এসব নিশ্চিত করেন।
পরীক্ষার শুরুর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় তারা শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। সব ব্যবস্থাপনা ভালো ছিলো।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিলো। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১ টি।