দৈনিক শিক্ষাডটকম, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫ টি বিভাগ সরস্বতী পূজার আয়োজন করলেও অ্যাকাউন্টিং বিভাগে কোনো ধরনের ধর্মীয় আয়োজন করতে নিষেধ করা হয়েছে। বিভাগের চেয়ারম্যান হারুন অর রশিদ শিক্ষার্থী ও শিক্ষকদের গ্রুপের মেসেজে এই অভিমত জানিয়ে দিয়েছেন।
তিনি জানিয়েছেন, বিভাগ কোনো ধরনের ধর্মীয় ইভেন্ট আয়োজন করছে না। যদি কেউ বিভাগের নাম ব্যবহার করে তবে সে নিজ দায়িত্বেই করবে। বিভাগ কোনো ধর্মীয় অনুষ্ঠানের সাথে সংযুক্ত নয়। ছাত্রদের অংশ হয়ে এটা করা যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, এর আগে বিভাগীয় প্রধানের কাছে সরস্বতী পূজার জন্য একটি বিভাগীয় অনুদান আনতে গেলে তিনি তাদের ফিরিয়ে দেন।
শিক্ষকরা বলছেন, সব বিভাগ থেকে সরস্বতী পূজা আয়োজনের জন্য ৫-১০ হাজার টাকা দেয়া হলেও অ্যাকাউন্টিং বিভাগ থেকে কোনো টাকা দেয়া হয়নি। এই বিভাগের ছাত্রদের চাঁদায় পূজার আয়োজন হচ্ছে।
এসব বিষয়ে বিভাগীয় প্রধান হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মো: বদরুজ্জামান ভূঁইয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, উনি ব্যাক্তিগতভাবে এটা করতে পারেন না। এবারে সরস্বতী পূজার আয়োজনে অনুদান দ্বিগুণ করে দিয়েছি ক্যাম্পাসে আলোকসজ্জা হচ্ছে। উনি কেনো এমন করলেন সেটা আমরা বিশেষ নজর দেয়া হবে।