এইচএসসি পরীক্ষায় এবার ৮১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। আর এবার জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি। এ বোর্ডে এবার পাসের হার বেড়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন।
আরো পড়ুন : শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’
এ সময় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এ বছর মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫।
আরো পড়ুন : দৈনিক শিক্ষাডটকমে ভর্তি বিজ্ঞাপন দিন ৩০ শতাংশ ছাড়ে
সামগ্রিকভাবে এ ফলাফলকে ভালো বলছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের পাসের হার ও জিপিএ ৫ দুটিই গতবছরের তুলনায় বেড়েছে। একইসঙ্গে বহিষ্কারের সংখ্যাও কমেছে। এটিকে ভালো ফলই বলা যায়।
আরো পড়ুন : দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।