বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ সোমবার (১৭ জুন) সকাল ৮ টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিরা প্রধান জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সব মহামারি থেকে মুক্তি কামনা করা হয়।
নামাজ শেষে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা। প্রধান ঈদ জামাতকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ছাড়াও নগরী এবং জেলার প্রায় সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে এবার ১৩২টি ঈদগাহসহ ৫৩৫টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।