নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের ঘোষিত ১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছেন বরিশাল মহানগরের নার্সরা। তাদের দাবি- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নার্সরা এ কর্মবিরতি পালন করেন।
এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের ১ দফা দাবি হলো ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন’। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ১ দফা দাবি আদায়ের জন্য তিন দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মো. শাহা আলম বলেন, আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি এবং পরবর্তিতে দাবি পূরণের জন্য গত ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একদফা দাবি পূরণের জন্য সরকারকে তিন কর্মদিবসের সময় দেয়া হয়েছিলো। কিন্তু সরকার এ সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবির প্রতি কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেয়ায় কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ঘোষিত নতুন কর্মসূচি পালন করা হচ্ছে।