ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে বরিশালে শহিদী মার্চ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে এই মিছিল বের করা হয়।
এসময় তারা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ পাওয়া গেছে তাদের মর্যাদা অক্ষুণ্ন থাকবে। অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা সর্বদা রাজপথে সোচ্চার থাকবে।
শহীদী মার্চে বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।