বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে দ্বি-পাক্ষিক গবেষণা কার্যক্রম এবং একাডেমিকভাবে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া আসাম বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সফরে তিনি চুক্তিটি সম্পন্ন করেছেন। বশেমুরকৃবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আসাম রাজ্যের শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় প্রতিষ্ঠা দিবসটি। শুরুতে অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্তের সঙ্গে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক মো. গিয়াসউদ্দিন মিয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ভূ-রাজনৈতিক অবস্থানগত কারণে প্রতিবেশী দুই দেশের কৃষক সম্প্রদায়ের মধ্যে বৈজ্ঞানিক ধ্যান-ধারণা ও প্রযুক্তি আদান-প্রদানের বিষয়টি তার বক্তৃতায় বিশেষ গুরুত্ব পায়। তিনি বাংলাদেশে উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় বশেমুরকৃবির ভূমিকা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোকপাত করেন।