ব্রিকসে সদস্য পদ না পাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক না। তিনি বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এখন সম্মান আছে, মর্যাদা আছে। এমনকি, ব্রিকস সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এখন মর্যাদা বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশ মানেই আগে ছিল ভিক্ষা চাওয়ার দেশ, এখন কিন্তু সেটি নেই।
এর আগে সরকার প্রধান বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ বিষয়গুলো আমি সম্মেলনে তুলে ধরেছি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে শেষে গত রোববার তিনি দেশে ফিরেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।