দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশ ও রাশিয়া প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত হচ্ছে। দুই দেশের প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত ও বৃত্তি বৃদ্ধি করতে চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এদিন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে দেখা করেন রাশিয়ান হিউমেনিটারিয়ান কোঅপারেশন এজেন্সির প্রতিনিধি দল। সচিবালয়ে শিক্ষামন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিস-এর ডেপুটি হেড মি. পাবেল শেফসভ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলে আরো ছিলেন রাশিয়ান এম্বাসির কাউন্সিলর মি. পাবেল দুবইচেনকফ, রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট মি.সাত্তার মিয়া।
বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছেন শিক্ষামন্ত্রী ও রাশিয়ান প্রতিনিধি।