বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিষ্টাব্দে বিএ-বিএসএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিএ-বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার শতকরা ৭০ দশমিক ১৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা আফম মেজবাহ উদ্দীন তুহিন দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৬টি সেমিস্টারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ৭৮৯ জন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৬৫৩ জন। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১ হাজার ৭৬৯ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ জন ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ জন ছাত্রী ।
চুড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (result.bou.ac.bd ও exam.bou.ac.bd) এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।