দৈনিক শিক্ষাডটকম, বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর ভেতর দিয়ে যাওয়া রেলপথ দিয়ে প্রতিদিন ২৪টি ট্রেন আসা-যাওয়া করে। কিন্তু ফসিলের মোড়ে রেলপথ পারাপারে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেললাইনের পশ্চিমে বাকৃবির তিনটি হলের প্রায় ১৫০০ ছাত্রের দিন-রাত খাওয়াদাওয়া ও আড্ডা চলে ফসিলের মোড়ে। ছাত্রদের এই রেললাইন পার হয়েই ফসিলের মোড়ে আসা-যাওয়া করতে হয়।
এখানে অনেক শিক্ষার্থীরই রয়েছে ট্রেন আসার মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে রেললাইন পারাপারের ভয়াবহ অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় এলাকার খুব কাছাকাছি আসার পরেও অনেক লোকোমাস্টার হর্ন বাজান না। ফলে ট্রেন ফসিলের মোড়ের অনেক কাছাকাছি আসার পরেও বুঝতে পারা যায় না। এছাড়া ফসিলের মোড়ে নেই রেল ক্রসিং।
ফসিলের মোড়ের পর থেকে ক্যাম্পাসের সীমানা শুরু হলেও ট্রেনের গতিও কখনো কমানো হয় না। ফলস্বরূপ এই জায়গাটিতে যে কোনো দিন ঘটতে পারে অপ্রত্যাশিত দুর্ঘটনা। এ বিষয়ে প্রশাসনের অতিদ্রুত পদক্ষেপ আশা করছি।