মহাবিপন্ন বাঘাইর মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব-৪, মৎস্য অধিদপ্তর এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এ অভিযানে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতটি পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, বাঘাইর মাছ বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিল ২ অন্তর্ভূক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণি। বাংলাদেশের সমুদ্র ও স্থলভাগ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল ও বিচরণক্ষেত্র। যা দেশের জরুরি বাস্তুতান্ত্রিক সেবা প্রদানের জন্য অপরিহার্য। কিন্তু পাচার ও অবৈধ বাণিজ্যের কারণে বিশ্বব্যাপী আজ এ বন্যপ্রাণি হুমকির সম্মুখীন।
অভিযানে মাছ ব্যবসায়ী বোরহান উদ্দিন ও রমজান আলীর আড়ত থেকে জেলিযুক্ত ১৭০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দুইলাখ টাকা জরিমানা করা হয়। আর জাটকা মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম, মো. ওয়াসিম ও সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।