তিন কিশোরী এবং এক কিশোর যাবেন চট্টগ্রামে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন। বাসে ওঠার আগে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এদের মধ্যে দুজন সপ্তম শ্রেণির এবং একজন নবম শ্রেণির ছাত্রী। দলে থাকা কিশোর চট্টগ্রাম যেতে রাজি নয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা চলতে থাকে।
তাদের অসংলগ্ন কথোপকথন এবং হাঁটাচলা নজরে আসে উপস্থিত বাস শ্রমিকদের। পুলিশ ডেকে তাদের তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে বরগুনা পৌর বাস টার্মিনালে।
প্রত্যক্ষদর্শী বাস মালিক মো. কবির বলেন, বরগুনা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের টিকিট কাটে তারা। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাদের অসংলগ্ন কথোপকথন এবং হাঁটাচলা দেখে বাস শ্রমিকদের সন্দেহ হয়। বাস শ্রমিকরা ওই তিন ছাত্রীকে আটক করে। পরে পুলিশ এসে ওই তিন ছাত্রীকে থানায় নিয়ে যায়।
এক কিশোরীর বাবা জানান, বাড়ির লোকজনের ওপর রাগ হয়ে ওরা বাড়ি থেকে পালিয়েছে। কোথায় যাবে, কী করবে সে সম্পর্কে ওদের কোনো জানাশোনা ছিল না। তাই বাসে ওঠার আগমুহূর্তে ওদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। ওদের বয়স অল্প, তাই বুঝতে পারেনি। বাড়ি থেকে এভাবে পালিয়ে গেলে অনেক বড় বিপদ হয়। এ রকম ঘটনা আমরা গণমাধ্যমে দেখেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, আইনগতভাবে ওই তিন ছাত্রীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।