বাবার লা*শ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন রিপা

দৈনিক শিক্ষাডটকম, আনোয়ারা (চট্টগ্রাম) |

দৈনিক শিক্ষাডটকম, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে রিপা আকতার নামের এক শিক্ষার্থী। সব শিক্ষার্থী মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসলেও বাড়িতে বাবার লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিতে এসেছে সে।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সে। রিপা রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিচ্ছে। 

জানা যায়, বুধবার রাতে হঠাৎ রিপার বাবা আহমদ নবী (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরীক্ষার আগের দিন রাতে বাবার মৃত্যুতে বুকে পাথর চেপে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। নিয়তিকে মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে তাকে যেতে হয় পরীক্ষার হলে। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই দুপুর ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রিপা আকতার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া রহিম তালুকদার বাড়ীর আহমদ নবীর মেয়ে। পরিবারের চার ভাই-বোনের মধ্যে সে সবার বড়।

রিপার খালাতো বোন উর্মি আকতার বলেন, বাবার মৃত্যুতে রিপা মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে একটি পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। এ জন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলে নিয়ে এসেছি। হয়তো পড়ালেখা শেষ করতে পারলে, সে পরিবারের বড় মেয়ে হিসেবে সবার দায়িত্ব নিতে পারবে।

কেন্দ্র সচিব ফরিদুল ইসলাম বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। তবে তার বাবার জানাজা ১১টায় হওয়ায় সে আগে চলে যেতে চেয়েছিল। পরে শিক্ষক ও সহপাঠীরা বুঝিয়ে বললে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। এসময় আমরা তাকে শোকাহত হতে দেখেছি।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, বাবার লাশ বাড়িতে রেখে কষ্ট চেপে পরীক্ষায় অংশগ্রহণ করেছে রিপা আকতার। আমি তার প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক। রিপা অনেক বড় হোক এই কামনা করি।  


পাঠকের মন্তব্য দেখুন
ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0025229454040527