রাজধানীর মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালের বারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সুলতান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ-সংক্রান্ত মামলার তিন নম্বর আসামি সুলতান মাহমুদ। গ্রেফতারের পর গতকাল শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে মদপানের বিল চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হোটেল জাকারিয়ায় ভাঙচুর চালান তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পর দিন এ ঘটনায় বনানী থানায় মামলা করেন হোটেলের ব্যবস্থাপক। তিনি চার-পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মামলায় আসামি করেন। তাঁর দাবি অনুযায়ী ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগদ চার-পাঁচ লাখ টাকা এবং বেশ কিছু মদের বোতল লুট করা হয়েছে।
আরও পড়ুন: মদের বিল চাওয়ায় বারে ছাত্রলীগের ভাঙচুর
এদিকে বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও সাংগঠনিক ব্যবস্থা নেয়নি কলেজ শাখা ছাত্রলীগ। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, তিন নেতাকর্মীকে গ্রেফতারের কথা তিনি শুনেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করা হয়েছে। নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওই রাতের ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে তিতুমীর কলেজ ছাত্রলীগের কয়েক নেতাকর্মী ওই বারে মদপান করতে যান। মদপান শেষে বিল দেওয়ার কথা বললে তারা বারের ব্যবস্থাপকসহ অন্য কর্মীদের ওপর হামলা চালান এবং ভাঙচুর করেন। পরে তারা কলেজ ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিষয়টি ফোনে জানান। তখন হল থেকে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী সেখানে গিয়ে বারের ফটক তালাবদ্ধ দেখতে পেয়ে ভাঙচুর করেন।